আমরা শোকাহত

Home / NEWS & EVENTS / আমরা শোকাহত

আমরা শোকাহত

হে আল্লাহ, এই শোক সহ্য করার মত শক্তি দাও।

সদরপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা: হাজেরা খাতুন এর বড় ছেলে মোঃ রাইয়ান বিন রশিদ বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ, পিতা মাতাকে এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন। আমীন।

– সদরপুর সরকারি কলেজ পরিবার।