উপাধ্যক্ষের কথা
সদরপুর সরকারি কলেজ সদরপুর, ফরিদপুরে দেরিতে হলেও ডাইনামিক নিজস্ব ওয়েব-সাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আনন্দঘন মুহূর্তে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তথ্য প্রযুক্তির যুগে নানান প্রতিবন্ধকতার কারণে সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা দিন দিন পিছিয়ে পড়ছিলাম। নিজস্ব ওয়েব-সাইট না থাকার জন্য প্রতিপদে আমরা বিভিন্ন কাজে সমস্যার সম্মুখিন হচ্ছিলাম। প্রযুক্তি হচ্ছে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রযুক্তির ব্যবহার বর্তমানে আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছে। এখন শুরু হয়েছে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। বর্তমানে কলেজের সকল কাজই প্রযুক্তি নির্ভর, যেমন – ভর্তির আবেদন, ফরম পূরণ, ফলাফল প্রকাশ, অফিসিয়াল আদেশ ইত্যাদি তথ্য আদান প্রদান। এই ওয়েব-সাইটের মাধ্যমে দেশে – বিদেশে এ কলেজ পরিচিতি লাভ করবে এবং ভাবমূর্তি উজ্জ্বল হবে। যে কোনো প্রান্ত থেকে ডিজিটাল সেবা নিশ্চিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা – এর ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হল আমাদের এই প্রতিষ্ঠানটি।
কলেজের ডাইনামিক ওয়েব-সাইট এর মাধ্যমে সকলে সহজে ও দ্রুতগতির সেবায় উপকৃত হবে বলে আশা করি। ওয়েব-সাইটটি পরিদর্শন করার আমন্ত্রণ রইল।
আহমাদ আলী মোল্লা
(আইডি- ১৫৮৩)
উপাধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।