অধ্যক্ষের বাণী
কিছু কথা
স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস, ভাষার দাবিতে বিপ্লবের নজিরবিহীন কিংবদন্তি নিয়ে সবুজের বুকে লাল বৃত্তের পতাকা উড়িয়ে আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দন্ডায়মান। অনেক স্বপ্নের এই দেশকে বর্তমান প্রযুক্তি নির্ভরতার যুগে, বৈশ্বিক আবহে অন্যান্য দেশের সাথে শিক্ষা, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলবার উপযুক্ত করে তৈরী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশকে ডিজিটাল বাংলাদেশ করে গড়ে তুলতে তাঁর সার্বিক সাহায্যের হাত প্রসারিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি খাতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ ও দক্ষতা নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এচেষ্টারই একটি ক্ষুদ্র অংশ সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর এর এই ডাইনামিক ওয়েবসাইট। এই ওয়েবসাইট এক নজরে কলেজের সার্বিক ব্যবস্থাপনার একটি চিত্র প্রকাশে সক্ষম। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী সবাই এই ওয়েবসাইটে প্রবেশ করে কলেজ সম্পর্কে তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন এবং তাদের অভিযোগ এই ওয়েবসাইটের অভিযোগ পাতায় লিপিবদ্ধ করতে পারবেন। আমি সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবককে নিয়মিত ওয়েবসাইটে প্রবেশ করে আপডেট তথ্যাদি সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি। ‘ডিজিটাল বাংলাদেশের’ স্বপ্ন সফল হোক এই কামনা করে ইতি টানছি।
অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়
অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।