Best College in Sadarpur

সংক্ষিপ্ত ইতিহাস: ১৩.০৬.১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মরহুম এডভোকেট মোশাররফ হোসেন কলেজটির প্রতিষ্ঠাতা। এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে নিয়ে তিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। ০১.০৯.১৯৮৪ সালে মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ কলেজটি জাতীয়করণ করেন। উচ্চ মাধ্যমিক শ্রেণি দিয়ে যাত্রা শুরু হলেও দীর্ঘদিন যাবত স্নাতক (পাস) শ্রেণি চালু রয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে বিবিএস (পাস) কোর্স চালু হয়। এছাড়া ২০১১-২০১২ শিক্ষাবর্ষ হতে অত্র কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান কার্যক্রম চলছে। কলেজটিতে শিক্ষক কর্মচারী সৃষ্ট পদ সংখ্যা মোট ৬৮ টি।

যাদের অবদানে এ কলেজ 

প্রতিষ্ঠাতা :   জনাব এ্যাডভোকেট মোশাররফ হোসেন (প্রাক্তন জাতীয় সংসদ সদস্য)

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ : জনাব প্রবীর কুমার সাহা রায়

পৃষ্ঠপোষক :

  • জনাব ডাঃ কাজী আবু ইউসুফ (প্রাক্তন সংসদ সদস্য)
  • জনাব মোঃ আদেল উদ্দিন হাওলাদার (প্রাক্তন এম.এন.এ.)
  • জনাব আবদুস সালাম মিয়া (প্রাক্তন সংসদ সদস্য)
  • জনাব মোঃ আজাহারুল হক মোল্লা (প্রাক্তন সংসদ সদস্য)
  • জনাব আবদুল লতিফ মিয়া (প্রাক্তন উপজেলা চেয়ারম্যান)

 দাতা:

  • জনাব কাজী আলতাপ হোসেন
  • জনাব মোঃ নুরুদ্দিন সর্দার
  • জনাব আঃ মজিদ সর্দার